Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৩নং আইমাছড়া ইউনিয়ন

৩নং আইমাড়া ইউনিয়নের সংক্ষিপ্ত পরিচিতি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলাধীন ৩নং আইমাছড়া ইউনিয়নটি ১৯৮৩ সালে আত্ম প্রকাশ করেন। এই ইউনিয়ন পরিষদটি বরকল উপজলা সদর হতে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ডিসেম্বর ২০১৭ সালে পর্যন্ত লোক সংখ্যা ১১০৫৭ জন। যার মধ্যে পুরুষ ৫৭৭৬ জন, নারী ৫২৮১ জন। আয়তন  ১৩৯.২৯ ব:কি:। ইহার পূর্বে- ভুষণছড়া ইউপি, পশ্চিমে- বরকল ইউপি, উত্তরে- ভুষণছড়া ইউপি ও দক্ষিণে- জুরাছড়ি উপজেলা। ইউনিয়ন পরিষদ হতে উপজেলা সদরে যাতায়াতের জন্য নৌপথই একমাত্র মাধ্যম। ইউনিয়নে মৌজার সংখ্যা ৬টি। হাট বাজার ২টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় - ২টি।