Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা মূলত দু ভাগে বিভক্ত, ক) স্বাস্থ্য ও খ) পরিবার পরিকল্পনা। আইমাছড়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ছাড়াও ০৯ ওয়ার্ডে মোট ০৩ টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক রয়েছে। সেগুলো নাম ও অবস্থান ১) রামছড়া কমিউনিটি ক্লিনিক, অবন্থান: ০৩ নং ওয়ার্ড ২) জগন্নাথছড়া কমিউনিটি ক্লিনিক, অবস্থান: ০৫ নং ওয়ার্ড ও ৩) কালাপুনাছড়া কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি  ক্লিনিক গুলোও মূলত তিনটি ব্লকে ভাগ করে স্থাপন করা হয়েছে। যেমন- রামছড়া কমিউনিটি ক্লিনিক এর ক্যাচমেন্ট এলাকা হল অত্র ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে জনসাধারণের সুবিধা লাভের জন্য , জগন্নাথছড়া কমিউনিটি ক্লিনিক এর ক্যাচমেন্ট এলাকা হল অত্র ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনসাধারণের সুবিধা লাভের জন্য একং কালাপুনাছড়া কমিউনিটি ক্লিনিক এর ক্যাচমেন্ট এলাকা হল অত্র ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসাধারণের সুবিধা লাভের জন্য। যদিও ০৯ নং ওয়ার্ড কালাপুনাছড়া থেকে অনেক দুরে ও দূগর্ম হওয়ায় জনগণ সেবা লাভের বঞ্চিত হচ্ছে। তবে একটা কথা অনস্বীকার্য যে, আইমাছড়া ইউনিনের মত দূগর্ম এলাকায় স্বাস্থ্য সেবা লাভের জন্য এই কমিউনিটি ক্লিনিকই একমাত্র ১ম ও শেষ ভরসা। তাই এর অবদান অতুলনীয়।

অত্র ইউনিয়নে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মচারীদের নাম, পদবী ও মোবাইল নাম্বার নিচে দেয়া হল-

ক্র: নং নাম পদবী  মোবাইল নাম্বার
০১.
শান্তি বিমল চাকমা 
সহকারি স্বাস্থ্য পরিদর্শক
০১৫৫২৫০১৩১২
০২.
কেরন চাকমা 
সহ: পরি: পরি: পরিদর্শক
০১৫১৫২৫৪৮৪৬
০৩.
সপ্তর্ষি চাকমা
 FWA

০৪. হ্যাপী দেওয়ান
স্বাস্থ্য সহকারী
০১৫৫৭১৯৫২৪৭
০৫. দিবাকর চাকমা কমিউনিটি হেলথ প্রোভাইডার (রামছড়া)
০১৮৬৪১২০৬৮৬
০৬.
সুরেখা চাকমা
কমিউনিটি হেলথ প্রোভাইডার (জগন্নাথছড়া)
০১৫৫৬৬২০০৭৯
০৭.
রোহন চাকমা
কমিউনিটি হেলথ প্রোভাইডার (কালাপুনাছড়া)
০১৫৫৪৭৮৬৮৩৭